Sunday, February 2, 2020

Holde Pakhir Palak - Leela Majumdar




".....সেখানে সীতাহার গাছের পিছনে সূর্য ডুবে  গিয়ে যেই তার লাল আলোগুলিকে গুটিয়ে নেয়, অমনি নাকি আকাশ থেকে সোনালি রঙের অবাক পাখিরা বটফল খেতে নেমে আসে। তারা ডাকে না, কারণ তাদের গলায় স্বর নেই। তারা মাটিতে বা গাছের ডালে বসতে পারে না, কারণ তাদের পা নেই। এমনি উড়ে ফল খেয়ে আবার আকাশে চলে যায়। কিন্তু দৈবাৎ যদি একটা পাখির ডানা জখম হয়ে সে মাটিতে পড়ে যায়, আর ঠিক সেই সময় যদি তাকে শেয়ালে কী কুকুরে খেয়ে ফেলে, তা হলে সেই শেয়াল কী কুকুর মানুষ হয়ে যায়।......."


A story where fantasy meets real life. While you get engrossed in the book you can feel the magic on every page and maybe you try to find the same magic in your life. The story revolves around Bogi, his sister Rumu, Bhulo their dog and Jhogru who brings all the magic to their life.

A perfect book to read when you are alone, it takes you away from reality. As you read on you don't know when reality ends and fantasy begins. From mermaids to flying horses, to that special tree and fairies, forests, magic glasses and a magical bird with yellow feather...unrealistic yet so very real. You would feel like looking outside your window and search for a special flower, or you look at the sky and try to find that very special golden bird.



2 comments: